নীলফামারীর ডিমলায় বন্যার্ত সাত’শ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ‘তুহিন ফাউন্ডেশনের’ উদ্যোগে। শনিবার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি, পুর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, ডিমলা উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু ও শুকনো খাবার।
জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম এ সময় উপস্থিত ছিলেন।