লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিএসএফ সেক্টর ও ৬ ব্যাটালিয়নের কর্মকর্তাদের হাতে মিষ্টি উপহার দেন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জোনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
আঞ্চলিক অধিনায়ক মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিএসএফের কর্মকর্তাদের সাথে তিনবিঘা করিডোরের সভাকক্ষে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে অংশ নেন- ভারতের রাণীনগর জলপাইগুড়ি বিএসএফ সেক্টরের ডেপুটি কমান্ড্যান্ট সুরেশ শর্মা, ৬ বিএসএফ ব্যাটালিয়নের এডি রমণ গুপ্তা ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিকের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ এবং রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সেলিম আলদীন। সভা শেষে আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান দহগ্রাম ইউনিয়নের পুজা মন্ডব ও দহগ্রাম করিডোর পাড়া রাধা গোবিন্দ মন্দির পরির্দশন করে মিষ্টি উপহার দেন।
Related