রংপুরের পীরগাছায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট ও একাধিক মামলার আসামি শাহ্ আব্দুর রহিম কুদ্দুছসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৩ পুড়িয়া হেরোইন, ৬০ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম দেবু গ্রামের ইউছুফ হাজীর ছেলে শাহ্ আব্দুর রহিম কুদ্দুছ, মকবুল হোসেনের ছেলে এমায়দুল হোসেন রুবেল, আরাজি দেবু গ্রামের লাভলু মিয়ার ছেলে মাইকেল ও আব্দুল গফ্ফারের ছেলে ছাইফুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম দেবু, আরাজি দেবু এবং আশপাশের গ্রামগুলো মাদকের গোপন আখড়া হিসেবে পরিচিত। এসব এলাকায় হেরোইন, গাঁজা, ইয়াবা এবং ফেনসিডিল সহজলভ্য হয়ে উঠেছে। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। এতে পশ্চিম দেবু গ্রাম থেকে শাহ্ আব্দুর রহিম কুদ্দুছ, এমায়দুল হোসেন রুবেল ও মাইকেল এবং চণ্ডিপুর থেকে ছাইফুরকে গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।