1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা ৯৯৯- কলেও সহযোগিতা মেলেনি আজিজুলের  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

পীরগাছায় কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা ৯৯৯- কলেও সহযোগিতা মেলেনি আজিজুলের 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় প্রকাশ্যে এক কৃষকের জমি থেকে ২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও কোনো সহযোগিতা পাননি।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে।

 

অভিযোগে জানা যায়, কৃষক আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী রাজু মিয়া ও আব্দুল জলিলের একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। পরে জলিলের স্ত্রী আফরুজা বেগম আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এরই এক পর্যায়ে আজিজুল হকের জমিতে রোপণ করা বড় বড় গাছগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তান্ডব চালিয়ে রাজু মিয়ার নেতৃত্বে অস্ত্রধারী দুর্বৃত্তরা কেটে ফেলে। পরে গাছের গোড়াগুলো তুলে মাটি দেয়া হয়। স্থানীয়রা জানান, গাছ কাটার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখায়। পুলিশ না আসায় গাছগুলো নিয়ে যায় তারা।

 

আজিজুল হক জানান, ‘আমি ৯৯৯-এ একাধিকবার ফোন করেছি। প্রথমে পুলিশ জানায়, তারা আসতে পারবে না। পরে যখন বারবার ফোন দেই, তারা জানায় পুলিশের গাড়ি আসছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেনি। পরে বাধ্য হয়ে রংপুর জেলা পুলিশ সুপারকে ফোন করলে তিনি থানায় যেতে বলেন। থানায় গেলে আমার মামলা নেয়া হয়নি, বরং জিডি করার পরামর্শ দেয়া হয়।’

অভিযোগ উঠেছে, গাছ কাটার সময় কৃষকের আবেদন উপেক্ষা করে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, অজ্ঞাত কারণে পুলিশের এমন নিরব ভূমিকা আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমার প্রায় ২৫-৩০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

 

স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, এই ধরনের দায়িত্বহীন আচরণ দুর্বৃত্তদের আরও উৎসাহিত করবে। এ বিষয়ে অভিযুক্ত রাজু মিয়া বলেন, আমার জমি, আমার গাছ আমি কেটেছি।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমি তাকে সাধারণ ডায়েরী করতে বলেছি। সাধারণ ডায়েরী করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

আজিজুল হক এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে তার ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )