
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস গঙ্গাচড়ায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। ওয়াকাথন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে অনুষ্ঠিত আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার, ওসি (তদন্ত) প্রশান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক ফাহিম, আব্দুল্লাহ আল আরমান, নাসিব, জুলাই কন্যা সামিরা আক্তার শানু, উম্মে সালিহা রিপা প্রমুখ। আড্ডায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Related