নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার (২ মার্চ) সকাল সাড়ে নয়টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বাদ আছর শহরের নিয়ামতপুর পুরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, মরহুম আব্দুল কাদের ছিলেন দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক মো. রেজাউল আলম রেজা এবং সৈয়দপুর শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাওছার আফসানার বাবা।