1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমাজের কথা চিন্তা করে খোলামেলা শয্যাদৃশ্যে আপত্তি কারিনার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

সমাজের কথা চিন্তা করে খোলামেলা শয্যাদৃশ্যে আপত্তি কারিনার

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২ জন দেখেছেন

সিনে দুনিয়ার দুই জনপ্রিয় মুখ বি-টাউনের কারিনা কাপুর খান এবং ‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসনকে নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল দ্য ডার্টি ম্যাগাজিন। সেখানে তারা নিজেদের কর্মজীবন থেকে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার কথা শেয়ার করেছেন।

বরাবরই পর্দায় জিলিয়ানের সাহসী অভিনয় সকলকে মুগ্ধ করেছে। অন্যদিকে কারিনাকে তার দীর্ঘদিনের ক্যারিয়ারে এই ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায়নি। আর এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা। জিলিয়ান বলেন, ‘আমি জানি, আপনি এর আগেও বলেছেন যে, আপনি ঘনিষ্ট দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন। তবে আমার ভাবনা আবার অন্য, আমার মনে হয় এমন অনেক কিছু আছে যা করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। কিন্তু চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয় যা আমরা করতে পছন্দ করি না। তাই আমি জানতে চাই, আপনি এক্ষেত্রে কতদূর পর্যন্ত সীমা বেধে রেখেছেন?’

এমন প্রশ্নে কারিনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয় যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে, বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনও এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না।’

এসময় সমাজের একটি বিষয় তুলে আনেন কারিনা। অভিনেত্রী বলেন, পশ্চিমা সমাজে এসবকে যতটা সহজভাবে গ্রহণ করা হয় আমাদের এখানে এমনটা হয় না।

কারিনা আরও বলেন, ‘আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনও ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলা ভাবে দেখাতে পারেন।’

 

এই কথার সূত্র ধরে ‘চামেলি’ (২০০৩) ছবিতে কারিনার চরিত্রও আলোচনায় উঠে আসে। তবে কেবল এই প্রসঙ্গেই নয়, দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল। কাজের সূত্রে, ‘সিংহাম এগেইন’ (২০২৪) ছবিতে কারিনাকে সর্বশেষ দেখা গেছে। এরপর কারিনা আভাস দিয়েছেন তাকে পরবর্তীতে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে।

অন্যদিকে, জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ দেখা যাবে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ১৮৫০-এর দশকের অস্থির ওল্ড ওয়েস্টের উপর ভিত্তি করে আবর্তিত হবে সিরিজের গল্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )