পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষক-কর্মচারী, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ‘কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ’ (কাকাশিস) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কাকাশিসের ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক তাকমিদা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মো. শাহ্ আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাহারুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল চন্দ্র রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এম.এ রউফ খান, কাকাশিসের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফরহাদুজ্জামান ফারুক, বর্তমান কমিটির সভাপতি বাঁধন বাগচী, সাধারণ সম্পাদক খাদিজা বেগম প্রমুখ।
অন্যান্যের মধ্যে কাকাশিসের সাবেক সহসভাপতি নুরুজ্জামান নির্যাস, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপন, সাবেক সভাপতি রামেন্দ্র বর্মা, রবিউল আলম রবি, খাইরুল ইসলাম খোকন, সুজিত চন্দ্র কর্মকার ও সঞ্জয় কুমার সঞ্জু এবং ছাত্র উপদেষ্টা নন্দ কিশোর রায়, সবুজ সরকার অভি ও সুমন সরকার উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।