নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, আলহাজ¦ আফতাব আলম জোবায়ের, এ্যাডভোকেট খালিদ ইকবাল, বিএনপির নেতা কাজী একরামুল হক, বিশিষ্ট ঠিকাদার আলহাজ¦ মো. জয়নাল আবেদীন প্রমুখ।
শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন ক্কারী মাওলানা মো. মাকছুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ¦ মো. আব্দুর রাজ্জাক, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো. শফিয়ার রহমান সরকার, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন শাহ্, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার,নীলফামারী বাস –মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ শহরের শিল্পপতি, ব্যবসায়ী, সুধীজন, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।