
কারমাইকেল কলেজ ছাত্রদল এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান তানভীর এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু ইউসুফ, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকিল ইসলাম লেনিন, রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আল আমিন, সদস্য সচিব রাশেদ, রংপুর মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রাহাত মেরিন, রংপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আকাশ, রংপুর মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বারেক হোসেন জীবন, তাজহাট থানা ছাত্রদলের সভাপতি আশিক রায়হান, সাংগঠনিক সম্পাদক আবু তালহা। উপস্থিত ছিল কলেজের সকল সামাজিক, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রাবাসের শিক্ষার্থীরা ও কলেজের কর্মচারীরা প্রমুখ।
Related