এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান মাহবুব।
অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের অন্যতম সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু’র সভাপতিত্বে এবং বিশিষ্ট কথাসাহিত্যিক ও গল্পকার আকমল সরকার রাজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সদস্য সচিব ব্যাংকার মো. কামরুল হাসান শামীম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মুকুল, আব্দুল সালাম, সেলিনা খাতুন, মাওলানা মো. গোলাম রব্বানী ও মাওলানা মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য-সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেন।
এতে সৈয়দপুর ও আশেপাশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত এক হাজার পঞ্চাশ জন মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে চাল ১০ কেজি, সোয়াবিন তেল এক লিটার, লবন এক কেজি, ছোলা দুই কেজি, মশুর ডাল এক কেজি, চিনি এক কেজি ও সেমাই এক কেজি এবং নগদ ২০০ টাকা।
উল্লেখ্য, অল ইন ওয়ান ’৮৯ সংগঠনটি হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিগত ১৯৮৯সালের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এ সংগঠনের সদস্যরা সরকারি – বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় নানা পর্যায়ে কর্মরত রয়েছে। সংগঠনটির যাত্রার শুরু থেকে সংগঠনের সদস্য এলাকার অসহায়, গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা নানা রকম কর্মসূচি পালন করে আসছেন। এ সবের মধ্যে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, বৃক্ষরোপন ও চারা বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষায় আর্থিক সহায়তা এবং রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উল্লেখযোগ্য।