পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সৈয়দপুর উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আটটি অবৈধ ইটভাটার মালিকের পৃথক পৃথক অংকে সর্বমোট ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদের মধ্যে নিয়ামতপুর এলাকার মেসার্স এম এ বি ব্রিকসের ৫ লাখ টাকা, কামাপুকুর দলুয়া এলাকার মেসার্স বি পি এল-২ ব্রিকসের ৬ লাখ টাকা, একই এলাকার মেসার্স এ এস বি ব্রিকসের ৬ লাখ টাকা, কলাবাগান এলাকার মেসার্স এ স্টার বি ব্রিকসের ৬ লাখ, একই এলাকার এ বি এল ব্রিকসের ৬ লাখ টাকা, উপজেলার খাতামধুপুর ইউপির মুসরত ধুলিয়া এলাকার মেসার্স এম বি ব্রিকসের ৩ লাখ ৫০ হাজার টাকার, মেসার্স এমবিসি ব্রিকসের ৩ লাখ টাকা এবং মেসার্স টিবিএল ব্রিকসের ৫০ হাজার টাকা। অভিযানকালে উল্লিখিত অবৈধ ইটভাটাগুলো এস্কেভেটর ও পানি দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্-আল-মামুন।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় নীলফামারী জেলা পুলিশ, র্যাব-১৩ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী সিনিয়র কেমিস্ট মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এ ধরণের অভিযান অব্যাহতভাবে চলবে।