1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পালিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৬ জন দেখেছেন

ইউসেপ রবার্টসনগঞ্জ  টেকনিক্যাল স্কুলে সারা দেশের ন্যায় বীরত্ব, গৌরব ও জাতীয় চেতনায় উদ্ভাসিত হয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পথ পেরিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই দিনটি আমাদের আত্মত্যাগ, সাহস ও বিজয়ের প্রতীক।

ব্রবার্টসনগঞ্জ  টেকনিক্যাল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
জাতীয় এই দিনে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের সম্মানিত প্রধান অতিথি মাহবুব আখতার লোটন,পরিচালক,রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ,ইউসেপরংপুর রিজিওনের উপদেষ্টা মন্ডলির সদস্য, বাণীতে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি শিক্ষার্থীদের  অধিকার নিশ্চিত করার জন্য এবং স্কুলের উন্নয়নে শিক্ষার্থীর পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য অনেকদিনের একটি সমস্যা সমাধান করেন।বিদ্যালয়ের সম্পদ বৃদ্ধির একটি সর্বোচ্চ মানের সাউন্ড সিস্টেম উপহার দেন। তার এই উপহার ইউসেপ পরিবার আজীবন মনে রাখবে। তিনি ছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মো: মঞ্জুদার রহমান নেতা, সাধারণ সম্পাদক, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা,মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ রংপুর রিজিন, মো. লাভলু মিয়া, প্রধান  শিক্ষক, ইউসেপ ব্রবার্টসনগঞ্জ  টেকনিক্যাল স্কুল,মো. রেজাউল করিম সরদার, আয়শা আক্তার ইত্যাদি।
পরিশেষে, মোঃ লাভলু মিয়ার সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নতির প্রত্যাশা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )