এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এও) একেএম আমিরুজ্জামান শামীমের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারী মাজহারুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ও বীরমুক্তিযোদ্ধা মো. সামসুল হক সরকার ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন প্রমুখ।
এছাড়াও দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী গৃহিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা,৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানিয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও স্থানীয় স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ, জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মন্দির/গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা,হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রদর্শনী ফুটবল/টি-টুয়েন্টি ক্রিকেট/কাবাডি/ হাডুডু খেলার আয়োজন, বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন প্রভূতি।
শেষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।