গতকাল (২৮ মার্চ) শুক্রবার দুপুরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী ভুল্লীর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত উপজেলার পূর্ব বাসুলী (পাবনাপাড়া) এলাকার সাখাওয়াত আলী শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসআই শামীম মিয়া ও এএসআই বরুণ ও সঙ্গীয় ফোর্সসহ তার কাছে থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ তাকে আটক করে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক আমার দেশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।