
নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল ও কলেজের ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় অবস্থিত কলেজের মাঠে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানের পূর্বে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজটির পরিচালনা কমিটির সাবেক সদস্য সমাজসেবক মো. হোসেন আহমেদ। লক্ষণপুর স্কুল ও কলেজের প্রভাষক বিপ্লব কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম, প্রভাষক মো. শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হামিদুর রহমান, মো. জিয়াউর রহমান, স্বপন কুমার রায়, মোছা. রেহেনা বেগম, কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান, স্কুল শিক্ষার্থী মো. রাইসুল ইসলাম রাফি ও মো. মাহমুদুন্নবী মুন্না প্রমুখ।
আলোচনা পর্ব শেষে এবারের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। লক্ষণপুর বায়তুর নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মোমিন দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য, সৈয়দপুর উপজলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় অবস্থিত লক্ষণপুর স্কুল ও কলেজ থেকে চলতি ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক দুইটি বিভাগে মোট ১৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগের ১১০ জন এবং মানবিক বিভাগের ৪৬ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও উভয় বিভাগের ২৫ জন পরীক্ষার্থী রয়েছে যারা একটি কিংবা দুইটি করে পৃথক পৃথক বিষয়ে পরীক্ষায় অংশ নেবে।
Related