ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার সারদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও দুপুরে বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিবাদ মিছিলে অংশ গ্রহনকারী শহরের সর্বস্তরের মানুষ ইসরায়েল বিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে ও শ্লোগান দেয়।
বেলা দুইটায় শহরের প্রতিটি পাড়া মহল্লা থেকে মানুষজন বিভিন্ন সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল সহকারে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলে অংশ গ্রহনকারী নানা পেশার ও বয়সী মানুষজন দখলদার ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় শহরের সকল দোকানপাট সম্পূর্ণ বন্ধ করে ব্যবসায়ীরা মিছিল অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচ মাথা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এদিকে, গতকাল সোমবারের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল সফল করতে গত রোববার রাতে শহরে ব্যাপক মাইকিং করা হয়। এ মাইকিং থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহনের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো হয়েছে।