সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও উপজেলা প্রশাসনে নানা আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ-১৪৩২ বরণ ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) নববর্ষ ও পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনে আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, হা-ডু-ডু খেলা, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে নয়টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে নববর্ষ বরণ আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়।
ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহযোগিতায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের নানা বয়সী বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অংশগ্রহনকারীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অতীত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির নানা উপকরণ সামগ্রী বহন করা হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রথম স্থান, ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় স্থান এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ তৃতীয় স্থান লাভ করেছে। পরে একই স্থানে সকাল সাড়ে ১০টায় নববর্ষের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সঙ্গীত বিদ্যালয়সহ বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিকেলে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লোকজ মেলা ও হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। শেষে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী শিক্ষা প্রতিষ্ঠান ও হা- ডু-ডু খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বর্ষবরণের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্পসাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এম ওমর ফারুক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. জাহেদুল ইসলাম সরকার। এছাড়ও ওই দিন একই স্থানে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন ছিল।
অন্যদিকে, বাংলা নববর্ষ – ১৪৩২ ও পহেলা বৈশাখ উদ্যাপনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও উপজেলার কামারপুকুর,কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ইউনিয়ন ও খাতামধুপুর পরিষদে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজনসহ নানা কর্মসূচি পালন করাা হয়েছে।