লালমনিরহাটের পাটগ্রামে নববর্ষ উদযাপন উপলক্ষে রক্ত কণিকা স্বেচ্ছাসেবী সংগঠনের ১৪ ও ১৫ এপ্রিল দুদিন ব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং ও আনন্দ শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল তারিখে নববর্ষের আনন্দ শোভা যাত্রা ও বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। সচেতনতা মূলক বিভিন্ন ফেস্টুন ও প্লাকাটা হাতে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ব্লাড গ্রুপ টেস্ট শুরু করে।
ফ্রি ব্লাড ক্যাম্পিং এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার দেবব্রত কুমার রায পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার। সংগঠনটি আনন্দ শোভাযাত্রার রেলি শেষে ফ্রি ব্লাড ক্যাম্পিং শুরু করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রক্তকণিকাকে বিশ নম্বর স্টলটি বরাদ্দ দেওয়া হয় ফ্রিতে। সে স্টলে তারা ব্লাড ক্যাম্পিং এর পাশাপাশি সেল্ফি স্টান বুথ এবং রক্তদানে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন রাখা হয়েছে। গত দুই দিনে রক্ত কণিকার ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ের প্রায় ৩৫০ জনের মতো সাধারণ মানুষ গ্রুপ টেস্ট করেছে।
ফ্রী ব্লাড ক্যাম্পিং এর আয়োজন করেছে রক্ত কণিকার স্বেচ্ছাসেবী সংগঠন সার্বিক সহযোগিতা করেছেন হাতীবান্ধা পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন। দুইদিন ব্যাপী রক্ত গ্রুপ নির্ণয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আশরাফ আলী সিদ্দিকী এবং সেলিম হোসেন, সাজু ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন রক্ত কণিকার সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হাতিবান্ধা পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক উমর ফারুক বাদশা মামুন, মোস্তাফিজুর রহমান মিঠু, উমর ফারুক সেলিমসহ রক্ত কণিকা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ।