1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
১১ মিনিট মহাকাশে ঘুরে এলেন কেটি পেরি, খরচ হলো কত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

১১ মিনিট মহাকাশে ঘুরে এলেন কেটি পেরি, খরচ হলো কত

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩০ জন দেখেছেন

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে যখন প্রস্তুত সারাবিশ্ব, তখনই মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা হলো। বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরিসহ ৬ জন নারী পাড়ি দিয়েছেন মহাকাশে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর মহাকাশযানে চড়ে মহাশূন্যে ঘুরে এসেছেন তারা।

এই অভিযান যেমন মহাকাশযাত্রায় নারীদের আরও একধাপ এগিয়ে দিল, তেমনই ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে মহাকাশকেও অনেকের পছন্দের তালিকায় যোগ করল। বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। গত কয়েক বছরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও জেফ বেজোসের প্রচেষ্টায় ‘স্পেস ট্যুরিজম’ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। মাস্কের ‘স্পেস এক্স’-এর মতো বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’ও কম জনপ্রিয় নয়।

মহাকাশ গবেষণার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ মিশিয়ে দিয়ে মাস্ক কিংবা বেজোসের মূল লক্ষ্য, এই ভ্রমণকে জনপ্রিয় করে তোলা। আর সে কারণেই বিভিন্ন ক্ষেত্রের সফল, সাহসী নারীদের নিয়ে এবার মহাকাশে ঘুরে এসেছেন ব্লু অরিজিনের তৈরি যান। যাত্রী ছিলেন গায়িকা কেটি পেরিসহ ৬ জন। মাধ্যাকর্ষণের বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় ১১ মিনিট ভ্রমণ করেছেন মহাশূন্যে। নিরাপদে ফিরেও এসেছেন পৃথিবীর বুকে। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়েও সোশাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন, ‘বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই’।

জানেন কি, ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে এই সংক্ষিপ্ত স্পেস ট্যুরের জন্য কী কী করতে হবে?

খুব বেশি কিছু নয়। পকেটে বেশ বড়সড় অঙ্কের অর্থ থাকলেই কেটি পেরির মতো আপনিও যেতে পারবেন মহাশূন্যে ঘুরতে।

রয়টার্সের দেওয়া তথ্যমতে,১৮ বছর বয়স হলেই যে কেউ স্পেস ট্যুরে যাওয়ার যোগ্য। কোথাও ঘুরতে গেলে যেমন আগে থেকে টিকিট বুক করতে হয়, তেমনই এক্ষেত্রেও করতে হবে।

একটি দীর্ঘ ফর্ম ফিলআপ করতে হবে। খরচ বাবদ পুরো অর্থ তখনই দিয়ে দিতে হবে। যদি কোনও কারণে যাত্রা বাতিল হয়, তাহলে পুরোটাই ফেরত পাবেন।

তবে খরচের অঙ্কটা অনেক বড়। বেজোসের সংস্থার হিসেব বলছে, ২ লাখ ডলার থেকে সাড়ে ৪ লাখ ডলার পর্যন্ত গুনতে হয় সংক্ষিপ্ত এই মহাকাশ সফরের জন্য। যেটা কিনা শুধুমাত্র ধনকুবেরদের জন্যই আপাতত সম্ভব বলা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )