নীলফামারীর সৈয়দপুর ডেইরী ফার্মারস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (১৭ মে) রাতে শহরের রসুলপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ওই কমিটি গঠন করা হয়। এছাড়াও সংগঠনটি সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনায় পাঁচজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
নতুন কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর ডেইরী ফার্মারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পৌর বিএনপির সভাপতিও সৈয়দপুরে ডেইরী ফার্মারস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ মো. রশিদুল হক সরকার। উপজেলার কামারপুর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য ও খামারি মোমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য বলেন সাবেক পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু ও সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন।
এ সময় সাংবাদিক রেজা মাহমুদ, ব্যবসায়ী মানিকুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাহিদ আজিজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান ইমু।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি খোরশেদ আলম ও মোমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শাহাজাদা ও রাকিবুল ইসলাম রকি, সহ-সাংগঠনিক মো. মাসুদ রানা, অর্থ সম্পাদক মো. জালাল, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রকি।
কার্যকরী সদস্য হয়েছেন মোছা. ফাহিমা রাশেদ, নুর বানু, মো. মোশাররফ (বাবু), আজগর আলী, নুর ইসলাম, নুর মোহাম্মদ (লাখা), আজগর হোসেন মোক্তার, রবিউল ইসলাম, মো. তালেব ও মো. রবিউল ইসলাম।
এছাড়াও কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার, ব্যবসায়ী মানিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল খালেক, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন ও সাবেক পৌর কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টু।