ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন । তাদের নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা সমমানের ডিগ্রি সংযোজন, ১৪ তম গ্রেড প্রদান, ইন- সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে উচ্চতর গ্রেডে উন্নীতকরণ এসব দাবিতে অক্টোবরের ১ তারিখ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান তারা সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত তাদের সকল প্রকার সেবা প্রদান বন্ধ রেখেছেন। তিনি আরও জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দিবেন না।