বুধবার (৮ অক্টোবর) বেলা এগারটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ আমি কন্যা শিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” জাতীয় কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন প্রমুখ।
জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইশা ইসলাম প্রথম, রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাইসা বিনতে জামান দ্বিতীয় এবং একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. শিফা তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন।।
অনুষ্ঠানে শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।