1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

সৈয়দপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিক্ষোভ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার বেলা দুইটায় উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের আয়োজনে ওই কর্মসূচি করা হয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শহরের সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। উপজেলার খালিশা বেলপুকুর স্কুল ও কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আহম্মদ আলী, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রভাষক আলমগীর সরকার, সুপার আনোয়ারুল ইসলাম, সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রাজিব উদ্দিন বাবু, সহকারী শিক্ষক শফিউল ইসলাম, সহকারী শিক্ষক মো. হায়দার আলী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর এ শিক্ষকরাই জাতিকে শিক্ষিত করে গড়ে তুলছেন। পিতামাতার পরেই শিক্ষকের স্থান। অথচ এ দেশের শিক্ষক সমাজ নানাভাবে বঞ্চনার শিকার আজ। তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে অবহেলিত, বঞ্চিত ও উপহাসের শিকার হচ্ছে।

গত রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশের পুলিশবাহিনী বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলা ও নির্যাতন করেছে। এতে বেশ কিছু সংখ্যক শিক্ষক আহত হন। পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়ে মারপিট করে আহত করার ঘটনা কোন ক্রমেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়। এটি যেমন শিক্ষক সমাজের জন্য চরম অপমানজনক ঘটনা তেমনি জাতির জন্য লজ্জাজনক।সমাবেশে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সেই সঙ্গে শিক্ষক সমাজের ন্যায্য দাবিদাবা মেনে নেওয়ারও উদাত্ত আহবান জানান। অন্যথায় একই দাবিতে আগামী বৃহত্তম আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারন করেন বক্তারা। এর আগে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষক-কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক অধ্যক্ষ প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।

এছাড়াও সোমবার একই দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা) পূর্ণ কর্মবিরতি পালন করা হয়েছে। ফলে গতকাল সোমবার উপজেলার বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানেই কোন ক্লাস হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )