1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরকে প্রদেশ ঘোষণার দাবি | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

রংপুরকে প্রদেশ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ জন দেখেছেন

রংপুর প্রদেশ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার সকালে জুলাই ৩৬ চত্বরে আয়োজন করেন। রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, রংপুরকে প্রদেশ ঘোষণা করতে হবে। একজন মূখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠন। এক তৃতীয়াংশ শ্রেণি-পেশার নির্বাচিত প্রতিনিধিসহ ১৫০ সদস্যবিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন। সমাজ শক্তির নাগরিকের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রাপ্তির সাংবিধানিক নিশ্চয়তা বিধানে এক ব্যক্তির দুই ভোট প্রণয়ন কর।

দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন। দেশে ৯টি প্রদেশ গঠন করতে হবে। তিনি আরও বলেন, রংপুরের ৮টি জেলা নিয়ে রংপুরকে প্রদেশ বাস্তবায়নের দাবিতে বিগত ২০ বছর যাবৎ আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমাদের রংপুরের ৮টি জেলার সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক-শিক্ষা-চিকিৎসা-চাকরিসহ বিভিন্ন দিক থেকে আমরা আজ চরম বৈষম্যের শিকার। আজ সময় এসেছে অধিকার ত্বরান্বিত করার প্রত্যয়ে রংপুরবাসীকে ধর্ম-বর্ণ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে জোরালো আন্দোলন করার। কিন্তু দুঃখের বিষয় সরকার রংপুরকে অদ্যবধি প্রদেশ ঘোষণা করেনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। গ্যাস আসেনি। শিল্প কারখানা গড়ে ওঠে নি। বেকার সমস্যা দূরীকরণ হয়নি। ২৪’র জুলাই বিপ্লবের শহীদের শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

আমিন উদ্দিন বিএসসি বলেন, শাসনকাঠামো ও শাসন পদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। বিদ্যমান ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী ও সমাজ শক্তির অংশীদারিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে, যা মূলত কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে। শুধুমাত্র রাজনৈতিক দল কর্তৃক বিদ্যমান সমাজের গণআকাঙ্খা পুরণ আর সম্ভব হচ্ছে না।

দল কেন্দ্রিক গণতন্ত্র চর্চার পরিবর্তে আরও সম্প্রসারিত গণতন্ত্র করতে হবে। অর্থাৎ ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করাই হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। এই ধরনের রাজনীতি ব্যবস্থাপনায় রাষ্ট্রকে অন্তর্ভুক্তি মূলক করবে এবং সমাজের সকল অংশের মানুষের আত্মবিকাশ ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে সুযোগ নিশ্চিত করবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা নতুন ধারার রাজনীতি, নতুন একটি দেশ। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদী, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এবিএম মশিউর রহমান, সদস্য সার্জেন্ট অব. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )