রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত একদিন আগে নিহত যুবক তার নিজ জেলা কুড়িগ্রাম থেকে নিখোঁজ হয়েছিলেন। নিহত যুবকের নাম আনিছুর রহমান (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপাড়া গ্রামের ময়েন উল্লার ছেলে। মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মিঠাপুকুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এক দিন আগে কুড়িগ্রাম জেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন যুবক আনিছুর রহমান। তার স্ত্রী কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। নিখোঁজ থাকা কালীন আনিছুর রহমান ফোন দিয়ে স্ত্রীকে বলেছিলেন ‘আমাকে মাফ করে দিও”। তারপর থেকেই যুবক আনিছুর রহমানের মোবাইল ফোন বন্ধ ছিল। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর ফতেপুর নামক স্থানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এই মৃত্যুকে ঘিরে প্রত্যক্ষ্যদর্শীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই মৃত্যুকে রহস্যজন বলে মনে করছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয়রা বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন আসলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।