বৃহস্পতিবার দুপুরে (৯অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ডে ক্যাম্পে’ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, জেলা স্কাউটসের সহকারী কমিশনার গোলাম মোস্তফা খোকন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র রায় বক্তব্য দেন এতে।
এম ইউ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এতে বাংলাদেশ স্কাউটসয়ে রাষ্ট্রপতি পদক প্রাপ্ত এমইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল রায়কে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। এ সময় তার বাবা রামকৃষ্ণ রায় ও মা পদ্ম রানী রায় উপস্থিত ছিলেন।
স্কাউটিংয়ের উপর নানা পরিবেশনা এবং জীবন গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব বিষয়ক নানা কর্মকাণ্ড উপস্থাপন করা হয় অনুষ্ঠানে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শৃঙ্খলতা আনয়নে স্কাউটিংয়ের বিকল্ড নেই। শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তায় প্রত্যেককে স্কাউটিং করা উচিত।
শিক্ষা জীবন থেকে যে দীক্ষা আমরা অর্জন করি সেটি ধরে রাখলে পুর্ণতা লাভ করা যায় জীবন ভর।
এরআগে নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত রক্তদাতাদের প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’এ রক্তের গ্রুপ নির্ণয় অনলাইনে নাম নিবন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।