গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা গণঅধিকার পরিষদ। জেলা কমিটির অনুমোদনে গতকাল সোমবার এই কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই সারাদেশে পৌরসসভা, জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি অনুমোদন দিচ্ছে।
সেই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের সভাপতি জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (তুষার) এর স্বাক্ষরিত কমিটিতে ইঞ্জি. মো. আব্দুল মোতালেবকে সভাপতি, মো. সজীব মিয়াকে সাধারণ সম্পাদক এবং কেবলাজান সজিবকে সাংগঠনিক সম্পাদক করে ১০২ সদস্য করে ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মুত্তালেব বলেন, আমি গণঅধিকার পরিষদের রাজনৈতিক চেতনায় বিশ্বাসী। গঙ্গাচড়া উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করতে আমাকে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি নির্বাচিত করায় জেলা নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ বলেন, গণঅধিকার পরিষদের সকল কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে শুরু থেকে এখন পর্যন্ত গণঅধিকার পরিষদের সকল কার্যক্রমে উপজেলায় অগ্রণী ভূমিকা পালনে এবং আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রের নির্দেশে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও রংপুর -১ গঙ্গাচড়া আসনের মনোনীত প্রার্থী হানিফুর রহমান সজীব বলেন, গণঅধিকার পরিষদের কার্যক্রম সুচারুরূপে পরিচালনা ও আসন্ন নির্বাচনের সকল কার্যক্রম এই কমিটির মাধ্যমে পরিচালনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। আমরা আশাবাদী এই কমিটির মাধ্যমে গণঅধিকার পরিষদের কার্যক্রম সফল হবে এবং গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।