দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারুল ইসলাম আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নবাবগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামি নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জামায়াতে ইসলামির গোলাপগঞ্জ ইউনিয়ন যুব বিভাগ ফুটবল দল ৪-০ গোলে দাউদপুর যুববিভাগ ফুটবল দলকে পরাজিত করে। পরে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর- ৬ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী, উপজেলা আমির নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল ইসলাম সহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলায় মোট ৮টি দল অংশ গ্রহণ করে।