


রংপুরের কাউনিয়ায় তকিপল হাটে প্রতিদিনই জমে ওঠে মানুষের ভিড়। সেই ভিড়ের মাঝেই চোখে পড়ে এক ভিন্নধর্মী দৃশ্য পুরনো সাইকেলের ওপর সাজানো একেকটি ভ্রাম্যমাণ সেলুন। কাঠের বাক্সে রাখা আয়না, চিরুনি, কাঁচি, ক্ষুর আর ছোট্ট একটি বোতলে পানি—এই সামান্য সরঞ্জামই তাদের জীবিকার মূল ভরসা। দীর্ঘদিন ধরে এমন সেলুনে চুল কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন রিকশাচালক, দিনমজুর, কৃষিশ্রমিকসহ হাটে আসা সাধারণ ক্রেতারা। অল্প খরচে চুল কাটা, দাড়ি ছাঁটা ও শেভ করার সুযোগ থাকায় এসব সেলুন এখন হাটের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
ভ্রাম্যমাণ সেলুন মালিক রঞ্জিত বলেন, “নিজস্ব দোকান খোলার সামর্থ্য নেই। তাই এই সাইকেল সেলুনই আমার জীবিকার পথ। প্রতিদিন হাটে বসে দুই বেলা খাবার জোগাড় হয় এই তো শান্তি।” স্থানীয় ক্রেতা আমজাদ হোসেন জানান, “বড় সেলুনে গেলে চুল আর শেভ করতে ১০০-১২০ টাকা লাগে, এখানে ৪০–৫০ টাকায় কাজ হয়ে যায়। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা আশীর্বাদ।” এমন ভ্রাম্যমাণ সেলুনগুলো শুধু চুল কাটার জায়গা নয়, এটি নিম্নবিত্ত মানুষের মেলবন্ধনেরও স্থান। হাটের কোলাহলে চলন্ত এই সেলুনগুলো একদিকে জীবিকার মাধ্যম, অন্যদিকে সমাজের প্রান্তিক মানুষদের জন্য এক সহজলভ্য ও মানবিক সেবা কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে।