দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বনরুইটি উদ্ধার করে। বর্তমানে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছে।
তিনি আরও বলেন, “এটি অত্যন্ত বিরল ও আন্তর্জাতিকভাবে সুরক্ষিত একটি প্রাণী। প্রাথমিকভাবে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে, পরে আজই বনরুইটিকে ঢাকায় পাঠানো হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সহিদুল ইসলামের বাড়িতে বনরুইটি আশ্রয় নেয় বলে খবর পেলে এলাকাবাসী বন বিভাগকে জানায়। পরে বন কর্মকর্তারা গিয়ে প্রাণীটি উদ্ধার করেন।
উল্লেখ্য, বনরুই বা প্যাঙ্গোলিন বিশ্বের অন্যতম বিপন্ন বন্যপ্রাণী। পাচারকারীদের মূল লক্ষ্যবস্তু হওয়ায় দেশে এর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।