


পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী দেবীগঞ্জ উপজেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচিতে অংশ নেন। দিনব্যাপী জেলা পরিষদ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো— উপজেলা পরিষদ চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, প্রস্ফুটন সংঘ, শহীদ সাজু লাইব্রেরি, নবনির্মিত কনফারেন্স রুম, এবং অফিসার্স ক্লাবের সংস্কারকাজের উদ্বোধন। এছাড়া জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন বিতরণ করেন এবং ময়নামতির চর সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন। একই দিনে জেলা পরিষদের প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরু ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। দিনশেষে জেলা প্রশাসক দেবীগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।