


কুড়িগ্রামে এই প্রথম লাইট হাউজ সংস্থা সাংবাদিকদের মাঝে ফেলোশিপ প্রদান করেছেন। কুড়িগ্রাম জেলায় এটিই প্রথম ফেলোশিপ এ্যাওয়ার্ডে আয়োজন করে একমাত্র লাইট হাউজ। লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম সাংবাদিকদের মাঝে এই এ্যাওয়ার্ড দেয়ায় জেলা ও উপজেলার সাংবাদিকরা ধন্যবাদ জানিয়েছেন।
গতকাল বুধবার বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভূবন হল রুমে সাংবাদিকদের ফেলোশিপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল মানসম্মত রিপোর্টিংয়ে কুড়িগ্রাম জেলার মধ্যে সেরা ফেলোশিপ পেয়েছেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিংয়ে ফেলোশিপ পেয়েছেন ডেইলি অবজারভার এর রংপুর বিভাগের প্রতিনিধি লাবনী আক্তার, যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, দৈনিক নিরপেক্ষ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি পলাশ ও চিলমারী থেকে সাপ্তাহিক সহযোগী পত্রিকার নুরুল আমিন সরকার।
ফেলেশিপ প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন ও লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদসহ অতিথিবৃন্দ।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন লাইট হাউজের জেন্ডার ফোকাল ওয়াহিদা ইয়াসমিন, ভিউ সংস্থার পরিচালক মো. এনামুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার মো. জাকির হোসাইন, লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।