1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘নিরাপত্তা শঙ্কায়’ ইসরায়েলি সেনাদের থেকে ফেরত নেওয়া হচ্ছে চীনা গাড়ি | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

‘নিরাপত্তা শঙ্কায়’ ইসরায়েলি সেনাদের থেকে ফেরত নেওয়া হচ্ছে চীনা গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩০ জন দেখেছেন

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী তাদের কর্মকর্তাদের থেকে চীনে উৎপাদিত গাড়ি ফেরত নিয়ে নিচ্ছে। উচ্চপদস্থ এসব সেনাদের চীনা গাড়িগুলো পারিবারিক কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক বছর গুলোতে প্রতিরক্ষা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন চীনা গাড়ি ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। এ কারণে প্রায় ৭০০টি গাড়ি ফেরত নেওয়া হচ্ছে।

এরআগে এ বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী সেনাঘাঁটিতে সবধরনের চীনা যানবাহন প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের আশঙ্কা এসব গাড়িতে যে ক্যামেরা ও সেন্সর আছে সেগুলো দিয়ে ঘাঁটির স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে চীন।

অপর দুই ইসরায়েলি সংবাদমাধ্যম কালকালিস্ট এবং ইসরায়েলি হায়োম উভয়ে জানিয়েছে, সেনাবাহিনী প্রায় ৭০০টি গাড়ি ফেরত দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। যেগুলোর বেশিরভাগ তিগ্গো ৮ প্রো মডেলের। এসব গাড়ি ২০২২ সাল থেকে লেফটেনেন্ট কর্নেল এবং কর্নেলদের দেওয়া হচ্ছিল।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )