


কুড়িগ্রামের রাজারহাটে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুর বিভাগ থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণীর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গত শনিবার(১লা নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহটে প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজার হাট থানার ওসি মো. নাজমুল আলম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকালের বাণী পত্রিকা আমি নিয়মিত দেখি ইতোমধ্যে পত্রিকাটি পাঠকের মন জয় করেছে।সকালের বাণী শুধু রংপুর বিভাগে নয়, একদিন সারা বাংলাদেশে প্রকাশিত হবে বলে আমি আশা করছি তাই রাজারহাট প্রতিনিধি এবং পত্রিকার সম্পাদক সহ সকলের দীর্ঘয়ু কামনা করছি।প্রধান অতিথি কেক কেটে দৈনিক সকালের বাণীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুহা. শফিকুল ইসলাম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজারহাট উপজেলা শাখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব মো. নয়ন আলী, ছাত্রদলের কলেজ শাখা সভাপতি মো. সোহাগ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক এ এস লিমন, প্রেসক্লাবের প্রতিষ্ঠা সদস্য ও আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান আশু ও সাংবাদিক মোস্তফা প্রমুখ।