


রংপুরের গঙ্গাচড়ায় ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় এবং বিভিন্ন সমবায়ী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বিআরডিবির কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান চাঁদ সরকার, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আখেরুজ্জামান মিলন, তিস্তা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. নুর ইসলাম, ইসলামি আন্দোলনের সেক্রেটারি মো. ইউনুছ আলীসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা আরও উল্লেখ করেন, সমবায় পদ্ধতি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বাবলম্বী জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।