


ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। পরে এসডিএফের কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সুবিধাভোগী কনকী রানী, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, প্রভাষক আজিজুর রহমান প্রমুখ। এর আগে সংস্থার গৃহিত বিভিন্ন কার্যক্রমের তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, এসডিএফ বাংলাদেশের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন ও জীবিকায়ন উন্নয়ন, নারীর ক্ষমতায়ন,দক্ষতা বৃদ্ধির জন্য সামাজিক বিনিয়োগের মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী তাদের দ্বারা কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের ২০টি জেলায় এবং ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ও জয়মনিরহাট ইউনিয়নের ২৫ টি গ্রামে সংস্থাটি সংগঠন উন্নয়ন তহবিল, নির্মাণকাজ তহবিল, ঘুর্ণায়মান স্বাবলম্বী তহবিল ও দারিদ্র বিমোচন তহবিলে প্রায় ১৯ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৩’শ ১২ টাকা স্থানান্তর করেছে। উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধি ও এসডিএফ’র কর্মকর্তা বৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।