


নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে সম্প্রতি ওই ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দল এবং সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়েছে।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি। ট্রফি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মো. মহসীন আলম ও উপাধ্যক্ষ (ইংলিশ ভার্শন) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টে, স্কুল (ইংলিশ ভার্শন) গ্রুপে ফজলুল হক হাউস ১-০ গোলে বেগম রোকেয়া হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। আর রানার -আপ হয়েছে বেগম রোকেয়া হাউস। এ গ্রুপে সেরা গোলদাতা হয়েছে প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়ামু এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী আবিদ। স্কুল (বাংলা ভার্শন) গ্রুপে নজরুল ইসলাম হাউস ১-০ গোলে বেগম রোকেয়া হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। আর রানার-আপ বেগম রোকেয়া হাউস।
এ গ্রুপের সেরা গোলদাতা হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাইন এবং সেরা খেলোয়াড় অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিয়ান। কলেজ (বাংলা ভার্সন) গ্রুপে নজরুল ইসলাম হাউস ২-১ গোলে জসীম উদ্দীন হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। এতে রানার- আপ জসীম উদ্দীন হাউস। এ গ্রুপের সেরা গোলদাতা হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল এবং সেরা খেলোয়াড় দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী হাবিব।