


সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এতে সব বিচারপতি অংশ নেন।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪ এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।
ফুলকোর্ট সভায় পদোন্নতি ছাড়াও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে অনুমোদনের জন্য। এই সিদ্ধান্তের ফলে বিচার বিভাগে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।