


কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে “প্রেসক্লাব” ফুলবাড়ীর কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অথিতিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি অনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার। এ সময় আরও বক্তব্য দেন “প্রেসক্লাব’ এর সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও করতোয়া পত্রিকার প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, যুগান্তর পত্রিকার প্রতিনিধি আব্দুল আজিজ মজনু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মুহা. ছদরুজ্জামান, আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার প্রতিনিধি প্রভাষক আরাবুর রহমান পাশা, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি ফরহাদ হোসেন টুকু, দৈনিক খবরের আলো পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন আলম, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মানিক সদ্দার। বক্তারাসহ উপস্থিত সবাই দৈনিক সকালের বাণীর উত্তরাত্তর সাফল্য কামনা করেন।