


রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার নাম ঘোষণার পরই এলাকায় বইছে আনন্দের জোয়ার। গত সোমবার (৩ নভেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণার পর কাউনিয়া ও পীরগাছা উপজেলার সর্বত্র শুরু হয়েছে উৎসবের আমেজ। ঘোষণার পরপরই দুই উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কোথাও আনন্দ মিছিল বের করেন। দলীয় কার্যালয় ও স্থানীয় এলাকায় মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।
কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি বলেন, “দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা এমদাদুল হক ভরসা ভাইয়ের প্রার্থিতা ঘোষণায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর নেতৃত্বেই আমরা এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।” উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বলেন, “ভরসা ভাই সব সময় দলের দুঃসময় পাশে থেকেছেন, জনগণের সুখ-দুঃখে শরিক হয়েছেন। তাই তাঁর প্রার্থিতা ঘোষণায় সবাই উচ্ছ্বসিত ও ঐক্যবদ্ধ।” পীরগাছা উপজেলা বিএনপির এক নেতা জানান, এমদাদুল হক ভরসা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন।
তাই এলাকার মানুষ তাঁকে প্রার্থী হিসেবে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত।এদিকে, ভরসা সাহেবের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অবিরাম। অনেকে পোস্টে লিখেছেন “জনগণের নেতা ভরসা ভাই, এবার সময় ধানের শীষের।” এছাড়া ররংপুর -৪ আসনের এমদাদুল হক ভরসার নাম ঘোষণার পর রাজনীতি এখন নির্বাচনি উত্তাপে মুখর হয়ে উঠেছে।