কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (২০সপ্টেম্বের) দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন, যুগ্ন আহবায়ক রেজাউল করিম, মাইদুল শেখ, সেলিম মিয়া ও সদস্য জাহাঙ্গীর আলমসহসহ আহবায়ক কমটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তার বক্তব্যে বলা হয় গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নামসর্বস্ব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও উপজেলা ছাত্রদলের সদস্য জাহাঙ্গীর আলমকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। উদ্দেশ্য প্রনোদিত অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের কারণে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি আরো বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করছি দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে অন্যায়, দখল বাজ, চাঁদাবাজ ও দূর্নীতির বিরুদ্ধে ভূরুঙ্গামারী উপজেলা
ছাত্রদলের অবস্থান বদ্ধপরিকর এবং এক্ষেত্রে আমরা জিবো টলারেন্স নীতিতে অটল আছি এবং থাকব ইনশাআল্লাহ। প্রকৃত ঘটনা আপনাদের জানানোর জন্য আমরা এই সংবাদ সম্মেলনের আযোজন করেছি। আমার সামাজিক মর্যাদা এবং উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রীমহল দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে। আমার প্রতিপক্ষ একজন ব্যাক্তির অপরাধের দায় পুরো ছাত্রদল নিতে পারেনা। কেউ ছাত্রদলের নাম ব্যাবহার করে অপরাধ করে থাকলে এটা দায় তার ব্যাক্তিগত। সংবাদ সম্মেলনে আরো বলা হয় আমরা এই ঘটনায় উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বিধায় অপরাধীদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা এ বিষয়ে জেলা ছাত্রদলকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছি এবং সংবাদ সম্মেলনের পরবর্তী পদক্ষেপে দ্রুত জেলা ছাত্রদল বরাবর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের আবেদন জানাবো বলে আমরা আপনাদের আশ্বস্ত করছি।