দিনাজপুরের বীরগঞ্জে মন্দিরে চুরির অভিযোগে নিশি শীল (২৪)নামে এক যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।নিশি শীল পৌর শহরের আরিফ বাজার এলাকার খগেন্দ্র শীলের ছেলে। শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে ভোরে পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের পঞ্চদেবী মাতার মন্দিরে চুরির অভিযোগে তাকে আটক করা হয়।
মন্দিরের প্রতিষ্ঠাত ও সেবায়েত মধুসুদন দাস কেতু জানান, ভোরে মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে দেখি মন্দিরের তালা ভাঙ্গা। এসময় নৈশ্যকে বিষয়টি অবহিত করে বাড়ী চলে আসি। কিছুক্ষণ পর মানুষের হৈচৈ শুনে আবার মন্দিরের সামনে এসে শুনি ট্রাকের ব্যাটারী চুরিকালে চোর আটক হয়েছে। পরে মন্দিরে ভিতরে গিয়ে দেখি প্রতিমার শরীরের সোনা ও রুপার গহনা নেই। তখন আটক চোরকে জিজ্ঞাসাবাদে সে মন্দিরে চুরি কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক কিছু সোনা ও রুপার গহনা এবং ট্রাকের ব্যাটারী উদ্ধার করা হয়। তবে মন্দিরের বাকি গহনা পালিয়ে যাওয়া চোরদের কাছে রয়েছে বলে আটক নিশি শীল জানায়। সকালে তাকে পুলিশের কাছে হস্তার করা হয়।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পলাতক চোরদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
Related