অন্তর্বর্তী সরকার গঠনের পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন ভারতে আর ইলিশ মাছ পাঠানো হবে না। এ ঘোষণায় দেশের সিংহভাগ মানুষ ভীষণ খুশি হয়েছিল। সবাই মনে করেছিল ভারতে ইলিশ না পাঠালে দেশের বাজারে কমমূল্যে বিক্রি হবে। কিন্তু বাজারে এর প্রভাব তেমন একটা পড়েনি।
এদিকে আবার ঘোষণা দেওয়া হয়েছে ভারতে ইলিশ রপ্তানি করা হবে। এ ঘোষণার পরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানান ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। শ্রোতাপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। কুদ্দুস বয়াতি স্ট্যাটাসে লিখেছেন, ‘যেই ক্ষমতায় আসুক, আমাদের কপালে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কিছু নাই।’ দেশের বাজারে ইলিশ মাছ অনেকেরই ক্রয়ক্ষমতার মধ্যে নেই, সে অবস্থায় ভারতে ইলিশ রপ্তানি করাকে তিনি ইতিবাচকভাবে নেননি-কুদ্দুস বয়াতির স্ট্যাটাসে এমনটাই বোঝা যাচ্ছে।
সম্প্রতি কুদ্দুস বয়াতি নতুন সরকারের কাছে রাজধানীর শাহবাগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানান ধরনের দাবি নিয়েও একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছিলেন। এতে তিনি লিখেছিলেন, ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।’