1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী  সীমান্তে ৪৬ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
Notice :
This Website is Under Construction ...

ফুলবাড়ী  সীমান্তে ৪৬ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ জন দেখেছেন
ফুলবাড়ী  সীমান্তে ৪৬ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক
ফুলবাড়ী  সীমান্তে ৪৬ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ চোরাকারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২)। সোমবার বিকালে বিজিবির সদস্যরা আটক স্বর্ণ চোরাকারবারিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছে।
বিজিবি জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড় একটি স্বর্ণের চালান ভারতে পাঁচার হবে। এই সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি টহলরত দল উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যান্তরে বিদ্যাবাগিস সীমান্ত নামক স্থানে রাস্তার পাশে ওঁত পেতে থাকে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি ওই পথে আসেন। পরে বিজিবি টহলদল তার কাছে স্বর্ণের বার আছে বলে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে দৌড়ে আটক করে। এরপর তাকে তল্লাশি করে পকেট থেকে কসটেপ মোড়ানো দুইটি প্যাটেক পান এবং প্যাকেট খুলে পাঁচটি স্বর্ণের বার জব্দ করে সঙ্গে সঙ্গে আটক স্বর্ণ চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা  হয়।ন ক্যাম্পে পাঁচটি স্বর্ণের বারের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বিজিবি আটক স্বর্ণ চোরাকারবারিকে থানায় নিয়ে এসেছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )