রংপুর মহানগরীর রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোক্তার হোসেনের একমাত্র ছেলে ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান বিমান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আট মাস বয়সী এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা শুক্রবার সকাল ১০টায় স্থানীয় বাগান বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ ও দাফনকার্যে মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকল গুণগ্রাহীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মাহমুদুল হাসান বিমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল থেকে বুধবার বাড়ি ফেরেন, এর একদিন পর তার মৃত্যু হয়েছে। বিমানের মৃত্যুতে নগরীর ১২নং ওয়ার্ডবাসীসহ তার শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।