গাইবান্ধা সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এসবের আয়োজন করে। প্রথমে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ করে তারা।
ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ জেলা আহবায়ক গোলাম রাব্বানী, সিপিবির জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্ম্মন, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক নওশাদুজ্জামান নওশাদ, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি আশরাফ আলী, বাসদ জেলা সদস্য সচিব শুকুমার মোদক, সিপিবির জেলা সদস্য এমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী’র জেলা সদস্য রাহেলা সিদ্দিকা, রাস্ট্র সংস্কার আন্দোলন জেলা সংগঠক কনক রায়, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সদস্য জুয়েল মিয়া, সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সবুজ মিয়া, ভুক্তভোগী তাপস রায় প্রমুখ।
বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল স¤পাদনে অতিরিক্ত টাকা আদায়, জাল দলিল, টাকার বিনিময়ে ভলিয়ম ও বালাম বই ছিঁড়ে ফেলা, একই পে-অর্ডার দাখিল করে একাধিক দলিল স¤পন্ন করার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে অনিয়ম-দুর্নীতি বিচার বিভাগীয় তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তারা ক্ষতিগ্রস্ত ক্রেতাদের ক্ষতিপূরণ এবং জাল দলিল হওয়া জমির আসল দলিল ক্রেতাকে বুঝিয়ে দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সমিতির নামে অতীতে উত্তোলনকৃত সকল টাকা ফিরিয়ে দেওয়াসহ অবৈধভাবে টাকা আদায়কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। বক্তারা দলিল রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় বন্ধ করাসহ অতিরিক্ত টাকা আদায়কারীদের শাস্তিরও দাবী করেন।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।