ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আগামী ১২ অক্টোবর শনিবার রংপুরে আসবেন। সফরসূচি অনুযায়ী তিনি শনিবার সকাল ১০ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করবেন।
উপদেষ্টা সকাল সাড়ে দশটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ নিবেন। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত গবেষণা প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এছাড়াও উপদেষ্টা বেলা ৩ টায় রংপুর সার্কিট হাউজে সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আলোচনা সভা এবং বিকাল ৪ টায় একই স্থানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে তিনি রংপুর ত্যাগ করবেন বলে জানা গেছে ।