গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির চেয়ারম্যান মাসুদ হাসানকে আটক করেছে জেলা পিবিআই। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘরা এলাকা থেকে তাকে আটক করে পিবিআই সদস্যরা।
জেলা পিবিআই আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, বিগত ১৭ জুলাই ২০১৪ সালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মুল ফটকের সামনে সরোয়ার আহম্মেদ মিলনকে মারপিটে জখমের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় চলতি বছরের সেপ্টেম্বরে সি.আর ৪৪৩/নম্বর মামলা দায়ের করেন ভুক্তভোগী সরোয়ার আহম্মেদ মিলন।