নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার জন্য নিহন হিদাঙ্কিওকে অভিনন্দন জানিয়েছেন ২০০৬ সালে শান্তিতে নোবেল জয়ী ও বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেলে ইউনূসের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় ইউনূস বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি আপনার অটল প্রতিশ্রুতি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির ভয়াবহতা যেন কখনও ভুলে না যায় তা নিশ্চিত করার জন্য আপনার সমর্থন এবং অক্লান্ত প্রচেষ্টা নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুপ্রাণিত করে। আপনার সাহস এবং উৎসর্গের জন্য আপনাকে ধন্যবাদ। আবারো আন্তরিক অভিনন্দন।